Wellcome to National Portal
Main Comtent Skiped

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী 18-24 আগস্ট 2025  তারিখ পর্যন্ত 7 দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে।


Vision & Mission

ভিশন:

গুণগত মানসম্পন্ন মাছের ধানীপোনা ও চারাপোনা উৎপাদন এবং স্থানীয় পর্যায়ে বিপণন।


মিশন:

১. সনামধন্য হ্যাচারী থেকে কার্পজাতীয় ও দেশীয় প্রজাতির রেনুপোনা সংগ্রহ করে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে ধানীপোনা ও চারাপোনা উৎপাদন করা।

২. স্থানীয় চাষীদের নিকট সরকার নির্ধারিত মূল্যে উক্ত পোনা বিক্রয় করে সরকারি কোষাগারে জমা করা।